আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: আজ হাবু’র বিয়ে । ‘হাবু’ খ্যাত জনপ্রিয় অভিনেতা মাহবুবুর রহমান চাষীর আজ (২৫ আগস্ট) বিয়ে। জানা গেছে, আজ রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
এদিকে বৃহস্পতিবার (২৪ আগস্ট) তার গায়েহলুদের অনুষ্ঠান হয়েছে। জানা গেছে, কনের নাম নাম তুলতুল। তিনি ঢাকারই মেয়ে। স্নাতক সম্পন্ন করছেন।
ঘরোয়া আয়োজনে হয়েছে গায়েহলুদের আসরটি। গায়েহলুদের আসরে উপস্থিত ছিলেন আত্মীয়, পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধু।
আরও পড়ুনঃ আজ গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন
ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ প্রচারের পর অভিনেতা চাষী আলমের নাম হয় হাবু। এ নাটকে তিনি হাবু চরিত্রে অভিনয় করেছেন। সময় নিয়ে বিয়েটা করতে চেয়েছিলেন চাষী আলম। তা উল্লেখ করে এ অভিনেতা বলেন, ‘বেশ কিছুদিন আগে মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের মেয়েটিকে পছন্দ হয়। কিন্তু একটু সময় নিয়ে বিয়েটা করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মাঝে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’
কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পায় ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। এ সিরিজে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন চাষী।
তা ছাড়াও কাজল আরেফিন অমি পরিচালিত নাটক ‘কিডনি’, ‘ফিমেল’, ‘ফিমেল টু’ এবং ‘ফিমেল থ্রি’ নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেন চাষী।
নতুন জীবন শুরু হতে যাচ্ছে, কেমন লাগছে—জানতে চাইলে চাষী বলেন, ‘কই, তেমন কোনো কিছু মনে হচ্ছে না। আমি এখনো কোনো কিছু বুঝতে পারছি না। গায়েহলুদ অনুষ্ঠান নিয়ে বাসায় সবাই হইচই, আনন্দ করছে; কিন্তু আমি আমার মতো।’
আরও পড়ুনঃ ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা