আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: আজ শুরু হচ্ছে এশিয়া কাপের জমজমাট আসর । পাকিস্তান ও শ্রীলংকায় যৌথভাবে আজ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৬তম আসর। রাজনৈতিক কারণে পাকিস্তান সফরে ভারত রাজি না হওয়ায় ‘হাইব্রিড মডেলে’ যৌথভাবে এশিয়া কাপ আয়োজন করছে পাকিস্তান-শ্রীলংকা।
লড়াইটা মহাদেশীয়; কিন্তু বিশ্বকাপের চেয়ে কম উত্তেজনার নয়। এই টুর্নামেন্টে কী নেই? ভারত-পাকিস্তানের মত চির প্রতিদ্বন্দ্বী দুটি দেশ আছে। বিশ্বকাপেও যাদের খেলা দেখার জন্য সারা বিশ্ব উদগ্রীব হয়ে থাকে। আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ওয়ানডে ক্রিকেটে গত ৭-৮ বছর ধরে ধারাবাহিক ভালো খেলে যাওয়া বাংলাদেশ এবং উদীয়মান আফগানিস্তান। নতুন উঠে আসা নেপালও আছে এই টুর্নামেন্টে।
টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তানের মাটিতে চারটি ও শ্রীলংকার মাটিতে হবে ৯টি ম্যাচ। গ্রুপপর্বে ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ও সুপার ফোরের একটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলংকার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।
গ্রুপ ‘এ’ তে পাকিস্তানের সঙ্গে থাকছে ভারত ও নেপাল। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলংকা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সুপার ফোরের শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।
পাকিস্তান-নেপালের উদ্বোধনী ম্যাচ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়ালেও উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ৩টায়। পাকিস্তানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের।
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী ও অস্কারজয়ী সুরকার এআর রহমান। পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামও গান পরিবেশন করবেন। এ ছাড়া ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির প্রদর্শনী ও ড্রোন শো।
ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান। এ ছাড়া বাংলাদেশের টি-স্পোর্টসেও দেখা যাবে বিশেষ এ আয়োজন।
আরও পড়ুনঃ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
বাংলাদেশ স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মাহাদি হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।
পাকিস্তান স্কোয়াড
আবদুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ এবং শাহীন শাহ আফ্রিদি। ট্রাভেলিং রিজার্ভ-তৈয়ব তাহির।
ভারত স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, শুভমান গিল, সূর্যকুমার ইয়াদব, তিলক ভার্মা, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর পাটেল, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি, কুলদ্বীপ ইয়াদব, প্রসিধ কৃষ্ণা। ট্রাভেলিং রিজার্ভ-সাঞ্জু স্যামসন।
আফগানিস্তান স্কোয়াড
হাশমতউল্লাহ শাহিদ (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নয়লী জাদরান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল, করিম জানাত, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, শরিফউদ্দিন আশরাফ, ফজল হক ফারুকি, আবদুর রহমান, এস সাফি।
শ্রীলংকা স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুশন হেমন্ত, দুনিথ ওয়েল্লালাগে, মহেশ থিকসানা, প্রমোদ মাদুশান, কাসুন রাজিথা, বিনুরা ফার্নান্দো ও মাথিশা পাথিরানা।
নেপাল স্কোয়াড
রোহিত কুমার পাওডেল (অধিনায়ক), মোহাম্মদ আসিফ শেখ, কুশাল ভুরটেল, ললিত নারায়ণ রাজবানশি, ভিম শারকি, কুশাল মাল্লা, দিপেন্দ্রা সিং আইরে, সন্দ্বীপ লামিচানে, কারান এলসি, গুলশান কুমার ঝা, আরিফ শেখ, সোমপাল কামি, প্রাতিশ জিসি, কিশোর মাহাতো, সুন্দিপ জোরা, অর্জুন সাউদ ও শায়াম ধাকাল।
এশিয়া কাপের সূচি
টুর্নামেন্টে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তানের মাটিতে চারটি ও শ্রীলংকার মাটিতে হবে ৯টি ম্যাচ। গ্রুপপর্বে ছয়টি ম্যাচের মধ্যে তিনটি ও সুপার ফোরের একটি ম্যাচ আয়োজন করবে পাকিস্তান। পাকিস্তানের দুই ভেন্যু মুলতান ও লাহোর এবং শ্রীলংকার দুই ভেন্যু ক্যান্ডি ও কলম্বোতে সব ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠিত হবে ফাইনাল।
তারিখ | দল | সময় | ভেন্যু | ম্যাচ রেজাল্ট |
৩০শে আগস্ট | পাকিস্তান বনাম নেপাল | বিকাল ৩.০০ টা থেকে | মুলতান,পাকিস্তান | TBD |
৩১শে আগস্ট | বাংলাদেশ বনাম শ্রীলংকা | বিকাল ৩.০০ টা থেকে | ক্যান্ডি, শ্রীলঙ্কা | TBD |
২রা সেপ্টেম্বর | ভারত বনাম পাকিস্তান | বিকাল ৩.০০ টা থেকে | ক্যান্ডি, শ্রীলঙ্কা | TBD |
৩রা সেপ্টেম্বর | বাংলাদেশ বনাম আফগানিস্তান | বিকাল ৩.০০ টা থেকে | লাহোর ,পাকিস্তান | TBD |
৪ঠা সেপ্টেম্বর | ভারত বনাম নেপাল | বিকাল ৩.০০ টা থেকে | ক্যান্ডি, শ্রীলঙ্কা | TBD |
৫ই সেপ্টেম্বর | আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা | বিকাল ৩.০০ টা থেকে | লাহোর ,পাকিস্তান | TBD |
৬ই সেপ্টেম্বর | A1 বনাম B2 | বিকাল ৩.০০ টা থেকে | লাহোর ,পাকিস্তান | TBD |
৯ই সেপ্টেম্বর | B1 বনাম B2 | বিকাল ৩.০০ টা থেকে | কলম্বো ,শ্রীলঙ্কা | TBD |
১০ই সেপ্টেম্বর | A1 বনাম A2 | বিকাল ৩.০০ টা থেকে | কলম্বো ,শ্রীলঙ্কা | TBD |
১২ই সেপ্টেম্বর | A2 বনাম B1 | বিকাল ৩.০০ টা থেকে | কলম্বো ,শ্রীলঙ্কা | TBD |
১৪ই সেপ্টেম্বর | A1 বনাম B1 | বিকাল ৩.০০ টা থেকে | কলম্বো ,শ্রীলঙ্কা | TBD |
১৫ই সেপ্টেম্বর | A2 বনাম B2 | বিকাল ৩.০০ টা থেকে | কলম্বো ,শ্রীলঙ্কা | TBD |
১৭ই সেপ্টেম্বর | ফাইনাল | বিকাল ৩.০০ টা থেকে | কলম্বো ,শ্রীলঙ্কা | TBD |
এশিয়া কাপ ২০২৩(Asia Cup 2023)
টূর্নামেন্ট নাম | এশিয়া কাপ 2023 |
ফরম্যাট | ওয়ানডে ফরম্যাট (৫০-৫০ওভার) |
আয়োজক সংস্থা | ACC (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) |
আয়োজক দেশ | পাকিস্তান |
ম্যাচ ভেন্যু | পাকিস্তান এবং শ্রীলংকা |
টুর্নামেন্ট শুরু | ৩০শে অগাস্ট |
আরও পড়ুনঃ কাশতে কাশতে শিশু হাঁপিয়ে উঠলে করণীয়