আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: আইফোন ১৬ সম্পর্কে যেসব গুঞ্জন জোরালো হচ্ছে । স্মার্টফোন নির্মাতা সংস্থা অ্যাপলের আইফোন নিয়ে উন্মাদনা পুরো বিশ্বে। নতুন আইফোন এলে যেমন খুশি হন তেমনি পরবর্তি আইফোন কেমন হবে, কী কী ফিচার থাকবে এসব নিয়েও কৌতূহলী হন। ২০২৩ সালের সেপ্টেম্বরেই এসেছে আইফোন ১৫। এ বছর অর্থাৎ ২০২৪ এই আসবে আইফোন ১৬ সিরিজের ফোনগুলো।
২০২৪ আসার সঙ্গে সঙ্গে এই বছরের আইফোনের গুজবও জোরালো হচ্ছে। আইফোন ১৬ এই বছরের সেপ্টেম্বরে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এবং লোকেরা ইতিমধ্যেই ২০২৪ যে আইফোন অফার করতে পারে সে সম্পর্কে অনুমান করতে ব্যস্ত। একটি সম্পূর্ণ নতুন চিপসেট থেকে ভিডিও ক্যাপচার করার জন্য একটি ডেডিকেটেড বোতাম পর্যন্ত, আমরা ইতিমধ্যেই অনেক গুজব শুনেছি৷ এবং এখন, প্রতিবেদনগুলি পরামর্শ দেয় যে নতুন আইফোনটি বড় ডিসপ্লে আকার এবং বড় ব্যাটারি সহ আসবে।
নতুন রিপোর্টে জানা গেল, বেশ বড় সাইজের ডিসপ্লে এবং বড় ব্যাটারি থাকবে আইফোন ১৬ সিরিজের ফোনগুলোতে। ম্যাকরিউমার্সের রিপোর্ট অনুযায়ী, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স দুটি ফোনেই যথাক্রমে ৬.৩ ইঞ্চি এবং ৬.৯ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। নির্দিষ্ট করে বলতে গেলে, ফোন দুটি যথাক্রমে ৬.২৭ ইঞ্চি এবং ৬.৮৫ ইঞ্চির ডিসপ্লে পেতে চলেছে। এখন পর্যন্ত কোনো আইফোনেই এত বড় ডিসপ্লে দেওয়া হয়নি। এখন ডিসপ্লের সাইজ যেহেতু অনেকটাই বাড়ছে, তাই আইফোনগুলো আকারে আরও লম্বা এবং প্রশস্ত হতে চলেছে।
আরও পড়ুনঃ ৬০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোন নিয়ে এলো অনার
আগের তুলনায় অনেকটাই বড় এবং দীর্ঘ-মেয়াদি ব্যাটারিও পেতে চলেছে আইফোন ১৬ সিরিজের প্রো ও প্রো ম্যাক্স মডেল দুটি। তবে ডিসপ্লে, বড় সাইজ ইত্যাদির পাশাপাশি আরও একাধিক ফিচার পেতে চলেছে নতুন আইফোনগুলো।
এর আগের একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল, আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর ডিজাইনও কিছুটা পরিবর্তিত হচ্ছে। প্রো মডেলগুলোতে থাকছে ক্যাপচার বাটন, যা ফোনেক ডিজাইন কিছুটা ফিউচারিস্টিক করে তুলছে। রেগুলার বাটনের থেকে অনেকটাই আলাদা ক্যাপচার বাটন আপনি যখন প্রেস করবেন, তখন তা ফিজিকালি মুভ করবে না।
তার পরিবর্তে আপনি পেয়ে যাবেন হ্যাপটিক ফিডব্যাক। বাটনে টাচ করলেই আপনি একটি রেসপন্স পাবেন। ফোর্স সেন্সর থাকার ফলেই এটি আরও স্পর্শকাতর হতে চলেছে।
সূত্র: গ্যাজেট ৩৬০
আরও পড়ুনঃ রিয়েলমির নতুন ফোনে থাকছে পেরিস্কোপ ক্যামেরা