আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: আইফোন ১৫ দেশের বাজারে, জেনে নিন দাম । গত সেপ্টেম্বর মাসে উন্মুক্ত হওয়া আইফোন ১৫ সিরিজের নতুন চারটি মডেল বাংলাদেশে বাজারজাত শুরু করেছে এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নিজ শোরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ‘আইফোন ১৫’, ‘আইফোন ১৫ প্লাস’, ‘আইফোন ১৫ প্রো’ এবং ‘আইফোন ১৫ প্রো ম্যাক্স’ মডেলের আইফোন বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুনঃ আইফোন ১৫-এর নতুন ১০ ফিচার
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক্সিকিউটিভ মেশিনস লিমিটেডের পরিচালক আবদুল মতিন জানিয়েছেন, ২০০৮ সাল থেকে বাংলাদেশে অ্যাপলের অনুমোদিত পুনর্বিক্রেতা ও সেবা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড। আইফোন ১৫ সিরিজে আগের মডেলগুলোর তুলনায় অনেক নতুনত্ব এনেছে অ্যাপল। বিশেষ করে আইফোন ১৫ প্রো মডেলে প্রথমবারের মতো টাইটানিয়াম খাপ ব্যবহার করা হয়েছে। এক বছরের বিক্রয়োত্তর সুবিধাসহ নতুন আইফোনগুলো প্রতি মাসে ৪ হাজার ৪৪৪ টাকা কিস্তিতেও কেনা যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইফোন ১৫’ মডেলের ১২৮, ২৫৬ ও ৫১২ গিগাবাইট সংস্করণের দাম ধরা হয়েছে যথাক্রমে ১ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা, ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা।
‘আইফোন ১৫ প্লাস’ মডেলের দাম যথাক্রমে ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা, ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা।
১২৮, ২৫৬ ও ৫১২ গিগাবাইটসহ ১ টেরাবাইট সংস্করণের ‘আইফোন ১৫ প্রো’ মডেলের দাম যথাক্রমে ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা, ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা এবং ২ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা।
২৫৬ ও ৫১২ গিগাবাইট ও ১ টেরাবাইট সংস্করণের ‘আইফোন ১৫ প্রো ম্যাক্স’ মডেলের দাম যথাক্রমে ২ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা, ২ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা ও ৩ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা।
আরও পড়ুনঃ গাজায় নিহত ৮ হাজার ছাড়িয়েছে
২ Comments
আইফোন ১৫ প্লাস (২৫৬ গিগাবাইট) – ফিচার ও এক্সেসরিজ (iPhone 15 Plus (256 GB) – Features & Accessories)
ফিচার (Features):
বড় ও সুন্দর ডিসপ্লে (Big and Beautiful Display): ৬.৭ ইঞ্চি সুপার এক্সডিআর ওএলইডি ডিসপ্লে দেখতে দারুণ ও সবকিছুই স jelas (jelas – clear) দেখায়।শক্তিশালী পারফরমেন্স (Powerful Performance): A16 বাዮনিক চিপ যেকোনো কাজ মাস্টার করে, চাই সেটা ফটো এডিটিং হোক বা গেম খেলা।চমৎকার ক্যামেরা (Great Cameras): 48 মেগাপিক্সেল মূল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২x টেলিফটো লেন্স দিয়ে professional (professional) মানের ছবি তোলা যায়।দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ (Long Battery Life): একবার চার্জ দিলে প্রায় ২৬ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দেয়।२५६ গিগাবাইট স্টোরেজ (256GB Storage): আপনার সব অ্যাপ, গেম, ছবি এবং ভিডিও রেখে দেওয়ার জন্য প্রচুর জায়গা।
এক্সেসরিজ (Accessories):
অফিসিয়াল আইফোন কেস (Official iPhone Case): আপনার ফোনকে চ scratched (scratched) থেকে বাঁচাতে।ওয়ারলেস চার্जर (Wireless Charger): ফোনটা চার্জ দেওয়ার সহজ উপায়।হেডফোন (Headphones): আপনার পছন্দের মিউজিক, পডকাস্ট বা audiobooks উপভোগ করার জন্য। click here and explore a range of online platforms that connect freelancers with paying clients.
click here and explore a range of online platforms that connect freelancers with paying clients.আইফোন ১৫ প্লাস (২৫৬ গিগাবাইট) – ফিচার ও এক্সেসরিজ (iPhone 15 Plus (256 GB) – Features & Accessories)
ফিচার (Features):
বড় ও সুন্দর ডিসপ্লে (Big and Beautiful Display): ৬.৭ ইঞ্চি সুপার এক্সডিআর ওএলইডি ডিসপ্লে দেখতে দারুণ ও সবকিছুই স jelas (jelas – clear) দেখায়।শক্তিশালী পারফরমেন্স (Powerful Performance): A16 বাዮনিক চিপ যেকোনো কাজ মাস্টার করে, চাই সেটা ফটো এডিটিং হোক বা গেম খেলা।চমৎকার ক্যামেরা (Great Cameras): 48 মেগাপিক্সেল মূল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২x টেলিফটো লেন্স দিয়ে professional (professional) মানের ছবি তোলা যায়।দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ (Long Battery Life): একবার চার্জ দিলে প্রায় ২৬ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক দেয়।२५६ গিগাবাইট স্টোরেজ (256GB Storage): আপনার সব অ্যাপ, গেম, ছবি এবং ভিডিও রেখে দেওয়ার জন্য প্রচুর জায়গা।
এক্সেসরিজ (Accessories):
অফিসিয়াল আইফোন কেস (Official iPhone Case): আপনার ফোনকে চ scratched (scratched) থেকে বাঁচাতে।ওয়ারলেস চার্जर (Wireless Charger): ফোনটা চার্জ দেওয়ার সহজ উপায়।হেডফোন (Headphones): আপনার পছন্দের মিউজিক, পডকাস্ট বা audiobooks উপভোগ করার জন্য।