আইসিটি স্পোর্টস ডেস্ক: আইপিএলের মেগা নিলামের পর কোন দল কেমন হলো । ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খেলোয়াড় কেনায় খরচ করেছে মোট ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি খরচা করেছেন। ১৮২ জন খেলোয়াড়কে কেনা হয়েছে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৬২ জন। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন খেলোয়াড়। জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেলের মতো ক্রিকেটার দল পাননি। তেমনি নিলাম থেকে বাংলাদেশের কারো প্রতিই আগ্রহ দেখায়নি আইপিএলের দলগুলো।
১৭ বছরের পুরো টুর্নামেন্টে ১৩ বছরের বৈভব সূর্যবংশীর হুট করে কোটিপতি হয়ে যাওয়া, পাঞ্জাবের লুধিয়ানায় জন্ম নেওয়া গুরজপনীত সিংয়ের চেন্নাইয়ে নতুন ঘর খুঁজে পাওয়া, যাবতীয় রেকর্ড ভেঙেচুরে ২৭ কোটি রুপি দাম নিয়ে ঋষভ পন্তের আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যাওয়া—এবারের আইপিএল নিলাম এমন কত রোমাঞ্চকর গল্পেরই না জন্ম দিয়েছে! সৌদি আরবের জেদ্দায় ২৪-২৫ নভেম্বর হয়ে যায় এই মেগা নিলাম।
মুম্বাই ইন্ডিয়ানস
স্কোয়াড: ২৩ জন
ভারতীয়: ১৫ জন
বিদেশি: ৮ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): যশপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, তিলক বর্মা
নিলামে কেনা: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, নমন ধীর, উইল জ্যাক, আল্লাহ গজনফর, মিচেল স্যান্টনার, রায়ান রিকেলটন, রিস টপলি, রবিন মিঞ্জ, কর্ণ শর্মা, বেভন জ্যাকবস, অশ্বিনী কুমার, কৃষ্ণান শ্রীজিৎ, অর্জুন টেন্ডুলকার, লিজাড উইলিয়ামস, ভিগনেশ পুথুর।
মুম্বাইয়ের সবচেয়ে দামি: যশপ্রীত বুমরা (১৮ কোটি রুপি)।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
স্কোয়াড: ২২ জন
ভারতীয়: ১৪ জন
বিদেশি: ৮ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): বিরাট কোহলি, রজত পাতিদার, যশ দয়াল
নিলামে কেনা: জশ হ্যাজলউড, ফিল সল্ট, জিতেশ শর্মা, ভুবনেশ্বর কুমার, লিয়াম লিভিংস্টোন, রাসিখ সালাম, ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, সুয়শ শর্মা, জ্যাকব বেথেল, দেবদূত পাড়িক্কাল, নুয়ান তুষারা, রোমারিও শেফার্ড, স্বপ্নীল সিং, স্বস্তিক চিকারা, মনোজ ভান্দগে, অভিনন্দন সিং, লুঙ্গি এনগিডি, মোহিত রাঠি।
বেঙ্গালুরুর সবচেয়ে দামি: বিরাট কোহলি (২১ কোটি রুপি)।
কলকাতা নাইট রাইডার্স
স্কোয়াড: ২১ জন
ভারতীয়: ১৩ জন
বিদেশি: ৮ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): রিংকু সিং, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, হর্ষিত রানা, রমনদীপ সিং
নিলামে কেনা: ভেঙ্কটেশ আইয়ার, আনরিখ নর্কিয়া, কুইন্টন ডি কক, অংকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী, বৈভব অরোরা, রোভমান পাওয়ে, অজিঙ্কা রাহানে, উমরান মালিক, মনীশ পান্ডে, অনুকূল রয়, লুবনিত সিসোদিয়া, মায়াঙ্ক মার্কান্ডে।
কলকাতার সবচেয়ে দামি: ভেঙ্কটেশ আইয়ার (২৩ কোটি ৭৫ লাখ রুপি)।
আরও পড়ুনঃ বিপিএল ২০২৫ এর পূর্ণাঙ্গ সময়সূচি দেখে নিন
চেন্নাই সুপার কিংস
স্কোয়াড: ২৫ জন
ভারতীয়: ১৮ জন
বিদেশি: ৭ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, এম এস ধোনি
নিলামে কেনা: নূর আহমেদ, রবিচন্দ্রন অশ্বিন, ডেভন কনওয়ে, খলিল আহমেদ, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, অংশুল কম্বোজ, স্যাম কারেন, গুরজপনীত সিং, নাথান এলিস, দীপক হুদা, জেমি ওভারটন, বিজয় শঙ্কর, বংশ বেদি, শ্রেয়াস গোপাল, সি আন্দ্রে সিদ্ধার্থ, রামকৃষ্ণ ঘোষ, শেখ রশিদ, মুকেশ চৌধুরী, কমলেশ নাগরকোটি।
চেন্নাইয়ের সবচেয়ে দামি: রবীন্দ্র জাদেজা ও রুতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি রুপ।
সানরাইজার্স হায়দরাবাদ
স্কোয়াড: ২০ জন
ভারতীয়: ১৩ জন
বিদেশি: ৭ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): হাইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নীতীশ কুমার রেড্ডি
নিলামে কেনা: ঈশান কিষান, মোহম্মদ শামি, হর্ষাল প্যাটেল, রাহুল চাহার, অভিনব মনোহর, অ্যাডাম জাম্পা, সিমারজিৎ সিং, ঈশান মালিঙ্গা, ব্রাইডন কার্স, জয়দেব উনাদকাট, কামিন্দু মেন্ডিস, জিশান আনসারি, অনিকেত বর্মা, অথর্ব তাইদে, শচীন বেবি।
হায়দরাবাদের সবচেয়ে দামি: হাইনরিখ ক্লাসেন (২৩ কোটি রুপি)।
রাজস্থান রয়্যালস
স্কোয়াড: ২০ জন
ভারতীয়: ১৪ জন
বিদেশি: ৬ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মা
নিলামে কেনা: জফরা আর্চার, তুষার দেশপান্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকশানা, নীতীশ রানা, ফজলহক ফারুকী, কোয়েনা মাফাকা, আকাশ মাধওয়াল, বৈভব সূর্যবংশী, শুবম দুবে, যুধবীর সিং, কুমার কারিকেয়া, কুনাল রাঠোর, অশোক শর্মা।
রাজস্থানের সবচেয়ে দামি: সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সোয়াল (১৮ কোটি রুপি)।
পাঞ্জাব কিংস
স্কোয়াড: ২৫ জন
ভারতীয়: ১৭ জন
বিদেশি: ৮ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): শশাঙ্ক সিং, প্রভসিমরান সিং
নিলামে কেনা: শ্রেয়াস আইয়ার, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল, মার্কাস স্টয়নিস, মার্কো ইয়ানসেন, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, হারনুর সিং, হারপ্রীত ব্রার, প্রিয়ংশ আর্য, জশ ইংলিস, কুলদীপ সেন, আজমতউল্লাহ ওমরজাই, লকি ফার্গুসন, বিজয়কুমার বৈশাক, যশ ঠাকুর, অ্যারন হার্ডি, বিষ্ণু বিনোদ, জেভিয়ার বার্টলেট, সূর্যাংশ শেডজে, পাইলা অবিনাশ, মুশির খান, প্রবীণ দুবে।
পাঞ্জাবের সবচেয়ে দামি: শ্রেয়াস আইয়ার (২৬ কোটি ৭৫ লাখ রুপি)।
দিল্লি ক্যাপিটালস
স্কোয়াড: ২৩ জন
ভারতীয়: ১৬ জন
বিদেশি: ৭ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোরেল
নিলামে কেনা: লোকেশ রাহুল, মিচেল স্টার্ক, টি নটরাজন, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, মুকেশ কুমার, হ্যারি ব্রুক, আশুতোষ শর্মা, মোহিত শর্মা, ফাফ ডু প্লেসি, সমির রিজভি, ডোনাভান ফেরেইরা, দুষ্মন্ত চামিরা, বিপ্রজ নিগম, মনবন্ত কুমার, দর্শন নালকান্দে, এ জে মণ্ডল, ত্রিপূর্ণ বিজয়, মাধব তিওয়ারি।
দিল্লির সবচেয়ে দামি: অক্ষর প্যাটেল (১৬ কোটি ৫০ লাখ রুপি)।
আরও পড়ুনঃ
❒ দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড
❒ বিপিএলে বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে গেলেন
❒ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে উইন্ডিজের নতুন বিশ্বরেকর্ড
❒ ৯০ বছরের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের উইকেটকিপার
গুজরাট টাইটানস
স্কোয়াড: ২৫ জন
ভারতীয়: ১৮ জন
বিদেশি: ৭ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): রশিদ খান, শুবমান গিল, সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াতিয়া
নিলামে কেনা: জস বাটলার, মোহাম্মদ সিরাজ, কাগিসো রাবাদা, প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, শেরফান রাদারফোর্ড, জেরাল্ড কোয়েটজি, গ্লেন ফিলিপস, সাই কিশোর, মহিপাল লোমরর, গুরনুর ব্রার, আরশাদ খান, করিম জানাত, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, কুমার কুশাগ্র, নিশান্ত সিন্ধু, মানব সুতার, অনুজ রাওয়াত, কুলবন্ত খেজরোলিয়া।
গুজরাটের সবচেয়ে দামি: রশিদ খান (১৮ কোটি রুপি)।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
স্কোয়াড: ২৪ জন
ভারতীয়: ১৮ জন
বিদেশি: ৬ জন
রিটেইনড (ধরে রাখা খেলোয়াড়): নিকোলাস পুরান, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণয়, আয়ুশ বাদোনি, মহসিন খান
নিলামে কেনা: ঋষভ পন্ত, আবেশ খান, আকাশ দীপ, ডেভিড মিলার, আবদুল সামাদ, মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, এইডেন মার্করাম, ম্যাথু ব্রিটজকে, শামার জোসেফ, মণিমারন সিদ্ধার্থ, হিম্মত সিং, আরশিন কুলকার্নি, দিগ্বেশ সিং, প্রিন্স যাদব, যুবরাজ চৌধুরী, আকাশ সিং, রাজবর্ধন হাঙ্গারগেকার, আরিয়ান জুয়াল।
লক্ষ্ণৌর সবচেয়ে দামি: ঋষভ পন্ত (২৭ কোটি রুপি)।
❑ ক্রিকেট থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ অদ্ভুতুড়ে বিশ্বরেকর্ড ৭ রানে অলআউট
১ Comment
Bwer Company is a top supplier of weighbridge truck scales in Iraq, providing a complete range of solutions for accurate vehicle load measurement. Their services cover every aspect of truck scales, from truck scale installation and maintenance to calibration and repair. Bwer Company offers commercial truck scales, industrial truck scales, and axle weighbridge systems, tailored to meet the demands of heavy-duty applications. Bwer Company’s electronic truck scales and digital truck scales incorporate advanced technology, ensuring precise and reliable measurements. Their heavy-duty truck scales are engineered for rugged environments, making them suitable for industries such as logistics, agriculture, and construction. Whether you’re looking for truck scales for sale, rental, or lease, Bwer Company provides flexible options to match your needs, including truck scale parts, accessories, and software for enhanced performance. As trusted truck scale manufacturers, Bwer Company offers certified truck scale calibration services, ensuring compliance with industry standards. Their services include truck scale inspection, certification, and repair services, supporting the long-term reliability of your truck scale systems. With a team of experts, Bwer Company ensures seamless truck scale installation and maintenance, keeping your operations running smoothly. For more information on truck scale prices, installation costs, or to learn about their range of weighbridge truck scales and other products, visit Bwer Company’s website at bwerpipes.com.