আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: অ্যামাজন Amazon । প্রথম বছরেই তার কোম্পানির নাম দুইবার পরিবর্তন করে। প্রথমে তিনি তার কম্পানির নাম রাখলেন Cadabra. এই নামটা নিয়ে তিনি প্রথম চিন্তায় পরে গেলেন যখন তার একাউন্টেন্ট তার কোম্পানির নামটিকে ভুল ভাবে উচ্চারণ করে এবং বলে Cadava
এরপর তিনি তার কোম্পানির নাম রাখলেন Relentless। কিন্তু এই নামটি তার বন্ধু ও কলিগদের কাছে একটু অশুভ মনে হচ্ছিল। এরই মধ্যে সে এই নামে ডোমেইন কিনেছে এবং কোম্পানিও রেজিস্ট্রেশন করে ফেলেছে।
ইকমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস চেয়েছিলেন ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর A দিয়ে প্রতিষ্ঠানের নাম রাখতে। এরপর উনি ডিকশনারি ঘাটা শুরু করলেন। তিনি চাচ্ছিলেন তার কোম্পানির নাম ইংরেজি বর্নমালার প্রথম অক্ষর A দিয়ে শুরু হোক। Amazon নামটি তার পছন্দ হলো। যেহেতু এটি পৃথিবীর দীর্ঘতম নদী্র নাম এবং তার ব্যবসায়িক ভিশন এর সাথে এটি সামঞ্জস্যপূর্ণ তাই এই নামটি চুড়ান্ত করা হলো।
আরও পড়ুনঃ গুগল Google