আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: অভিবাসন প্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে গেছে । ইতালির লাম্পেদুসা দ্বীপ এলাকার কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এক নারী এবং তাঁর এক বছর বয়সী সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আছেন ৩০ জন।
তিউনিসিয়ার সাফাক্স বন্দর থেকে নৌকা দুটি রওনা করেছিল। একটি নৌকায় ৪৮ জন এবং আরেকটি নৌকায় ৪২ জন আরোহী ছিলেন।
ইতালির কোস্টগার্ড বলেছে, তারা এক নারী এবং তাঁর এক বছর বয়সী সন্তানের মরদেহ উদ্ধার করেছে। ওই নারী আইভরি কোস্টের নাগরিক।
আলাদা করে তিউনিসিয়ার কর্মকর্তারা বলেছেন, সাফাক্সের কাছে সাগরতীর থেকে ১০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।
ওই কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এই ১০ জন উদ্ধার হয়েছেন। ঝোড়ো বাতাসের কবলে পড়ে তাঁদের নৌকা ডুবে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
ইতালির লাম্পেদুসা দ্বীপ থেকে প্রায় ৮০ মাইল দূরত্বে সাফাক্সের অবস্থান। সেখানকার স্থানীয় কর্মকর্তারা বলেছেন, অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা শনাক্ত করতে তাঁরা কাজ করছেন। তবে তাঁদের বেশির ভাগই আফ্রিকার সাব সাহারা অঞ্চলের বাসিন্দা।
ইতালির কর্তৃপক্ষ বলেছে, তারা ঘটনার তদন্ত করছে।
ইতালির কোস্টগার্ড বলেছে, শনিবার নৌকাডুবির পর থেকে তারা লাম্পেদুসার প্রায় ২৩ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিম থেকে ৫৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে।
এর আগে জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বলেছে, ঘটনার পর থেকে ৩০ জনের বেশি নিখোঁজ আছেন।
আরও পড়ুনঃ মেসি জাদুতে উড়ে গেল ডালাস