আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্কঃ অনলাইন খবরের জন্য পয়সা খরচ কারীর সংখ্যা বাড়ছে । রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজমের গবেষকেরা জানিয়েছেন, যুক্তরাজ্যভিত্তিক অনলাইন ব্যবহারকারীরা গত ১০ মাসে অনলাইন খবরের জন্য দ্বিগুণেরও বেশি পয়সা খরচ করেছেন।
আরও পড়ুনঃ জগত বিখ্যাত সুপ্রাচীন কিছু নাট্যশালা
পয়সা খরচ করে হলেও এখন অনেকেই অনলাইন সংবাদপত্রের খবর পড়তে আগ্রহী। যদিও অধিকাংশ অনলাইন ব্যবহারকারী এখনও পয়সা খরচ করে খবর পড়ার বিষয়টিতে অভ্যস্ত নন, তারপরও অনলাইন খবরের জন্য পয়সা খরচকারীর সংখ্যা বাড়ছে। অনলাইনে সান, টেলিগ্রাফ, বিল্ড, ওয়াশিংটন পোস্ট প্রভৃতি সংবাদমাধ্যমের খবর পড়ার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচ করতে হয়। দেখা গেছে ২৫ থেকে ২৪ বছর বয়সীরাই অনলাইন খবর পড়ার জন্য অর্থ ব্যয় করতে বেশি আগ্রহী।
আরও পড়ুনঃ পৃথিবীর ভবিষ্যতের জ্বালানি হিসেবে ব্যবহার হবে তরল বায়ু