আইসিটি স্পোর্টস ডেস্ক: অনলাইনে বিনামূল্যে বিপিএল ২০২৫ খেলা দেখবেন যেভাবে । বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর ২০২৪।
অনলাইনে বিনামূল্যে দেখুন বিপিএল-২০২৫ এর সব ম্যাচ | মোবাইলে বিপিএল-২০২৫ বিনামূল্যে দেখুন | অনলাইনে লাইভ স্ট্রিমিংয়ে গিয়ে বিছানায় শুয়ে শুয়েই বিপিএল-২০২৫ এর সব ম্যাচ দেখুন | অনলাইনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দেখবেন যেভাবে | সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিপিএল-২০২৫ এর সব খেলা | মোবাইলে ফ্রীতে দেখুন চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ | বিদেশ থেকে ফ্রিতে দেখুন বিপিএল ২০২৫
বিপিএলের এবারের আসরে ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগাং কিংস, খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স- এই ৭টি দল অংশ নেবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিপিএলের গ্রুপ পর্বে একই ভেন্যুতে প্রতিদিন দুটি করে ম্যাচ রয়েছে। যেখানে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। তবে শুক্রবারের ম্যাচগুলো হবে দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায়। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।
গাড়িতে বসে বাইরে কোনো কাজে যাচ্ছেন। অথবা অফিস থেকে ফিরে গা এলিয়ে দিয়েছেন বিছানায়। কিন্তু ওই সময়েই বিপিএলে প্রিয় দলের খেলা। ভাবনা কী! হাতের কাছে মোবাইল তো আছে। তা দিয়েই অনলাইন লাইভ স্ট্রিমিংয়ে গিয়ে বিছানায় শুয়ে শুয়েই দেখে নিতে পারবেন পুরো ম্যাচ। তার জন্য গুনতে হবে না বাড়তি কোনো অর্থ।
আরও পড়ুনঃ
❒ ড্রাফট শেষে বিপিএলের সাত দলের স্কোয়াড
❒ বিপিএলে বিদেশি ক্রিকেটাররা কে কোন দলে গেলেন
অনলাইনে বিনামূল্যে বিপিএল-২০২৫ কিভাবে দেখবেন?
অনলাইনে বিপিএল দেখবেন যেভাবে । অনলাইনে বিপিএল লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন যেভাবে । অনেকেই আছেন যারা মোবাইলে খেলা দেখতে পছন্দ করেন। শুধু তারা চাইলে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিপিএল-২০২৫ লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। খেলাগুলো সরাসরি দেখার জন্য প্রথমে গুগল থেকে sportzfy এ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হলে এ্যাপসে প্রবেশ করে বিশ্বের যেকোনো জায়গা থেকে কোনো প্রকার সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিপিএল-২০২৫ এর সব খেলা লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।
সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিপিএল-২০২৫ এর সব খেলা দেখবেন কীভাবে?
অনেকেই অবশ্য জানেন না কোন চ্যানেল বা অ্যাপে দেখা যাবে খেলা। তবে সেই কৌতূহল মিটিয়েছে sportzfy app. এই অ্যাপ মোবাইলে ইন্সটল করে BPL 2025 এর সব গুলো খেলা দেখা যাবে বিনামূল্যে। App Download Link ক্লিক করুন।
App Title | Sportzfy TV |
Category | Sports & Entertaiment |
Required Android | 6.7 or Above |
APK File Size | 13.7 MB |
File Type | .APK |
Developer | Sportzfy Team |
Updated | 1 Day Ago |
Price | Free |
আরও পড়ুনঃ বিপিএল ২০২৫ এর পূর্ণাঙ্গ সময়সূচি দেখে নিন
❑ ক্রিকেট থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ দলের ১১ জনই বোলার টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড