আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: অচিরেই বন্ধ হয়ে যাবে গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি । ২০২৪ সালের শুরুতে গুগল প্লে মুভিস অ্যান্ড টিভি অ্যাপটি বন্ধ করে দিচ্ছে সার্চ ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান। এই অ্যাপের পরিবর্তে ব্যবহারকারীদের এন্টারটেইমেন্টের জন্য গুগলের পক্ষে পরবর্তী রোডম্যাপের কথাও বলে দেওয়া হয়েছে। অ্যাপ থেকে সেভ করা সিনেমাগুলোর ভবিষ্যত সম্পর্কেও জানানো হয়েছে। এমনই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোম্পানি। গুগল প্লে ওয়েবসাইট এবং অ্যান্ড্রয়েড টিভি ডিভাইস থেকে বন্ধ হয়ে যাবে গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি।
এর আগে অক্টোবর মাসে গুগল সব স্মার্ট টিভি থেকে সরিয়ে নিয়েছিল গুগল টিভি অ্যাপটি। গুগলের তরফে জানানো হয়েছে আগে থেকে কেনা সিনেমার প্রদর্শনের প্রক্রিয়া আরও সহজ করার জন্যেই এই পদক্ষেপ করেছে সংস্থা। তবে একইসঙ্গে এও জানা গিয়েছে যে আগামী ১৭ জানুয়ারি থেকেই বন্ধ হয়ে যাবে এই অ্যাপ। তবে ব্যবহারকারীরা আগে থেকে কিনে রাখা সিনেমা, রেন্টে নেওয়া সিনেমা দেখতে পারবেন খুব সহজেই।
আরও পড়ুনঃ তুলার কার্বন দিয়ে তৈরি হচ্ছে ব্যাটারি
সেক্ষেত্রে ব্যবহারকারীকে যেতে হবে শপ ট্যাবে। সেখানেই দেখা যাবে পূর্বে কিনে রাখা সব সিনেমা। তার সঙ্গে এই ট্যাবের মাধ্যমেই অ্যান্ড্রয়েড টিভিতে নতুন সিনেমা কেনা বা ভাড়া নেয়ার ব্যাপারটি সহজসাধ্য হবে। শপ ট্যাবের লাইব্রেরিতে খুব সহজে ব্যবহারকারীরা আগে থেকে কিনে রাখা সিনেমা বা ভাড়া নেয়া সিনেমা দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। এই অ্যাপটি বন্ধ হয়ে যাবার পর ইউটিউব থেকেই ব্যবহারকারীরা সিনেমা ভাড়া নেয়া বা কিনতে পারবেন।
এমনকি ইউটিউবের সাহায্যে আগে থেকে কিনে রাখা বা ভাড়া নেয়া কনটেন্টও সহজেই দেখা যাবে। ১৭ জানুয়ারি থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে। গুগল আশ্বাস দিয়েছে ইউটিউবের পরিষেবা যাতে সমস্ত দেশেই সঠিকভাবে পাওয়া যায় সে ব্যাপারে সংস্থা পদক্ষেপ করবে।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল প্লে-তে কিনে রাখা সিনেমা, টিভি এপিসোড দেখার প্রক্রিয়া আরও সহজতর করার জন্য এই পদক্ষেপ নেয়া হচ্ছে। একইসঙ্গে তারা এও জানিয়েছে আগামী বছর এপ্রিল মাস থেকে হয়ত গুগল পডকাস্টের পরিষেবাও বন্ধ করে দিতে পারে তারা। তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি কোম্পানিটি।
আরও পড়ুনঃ ক্ষতিকর ১৭ অ্যাপ নিষিদ্ধ করলো গুগল